North Bengal News: রেমালের পরই এক ঝড়ের তাণ্ডব, তিস্তার জল বাড়ার আশঙ্কা, জলমগ্ন শিলিগুড়ির একাংশ
Continues below advertisement
কোথাও ঝড়ের দাপটে উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। কোথাও গাছ পড়ে ভেঙে গিয়েছে টিনের চাল। অবিরাম বৃষ্টির জেরে বেড়েছে তিস্তার জলস্তর। রেমালের রেষ কাটতে না কাটতে অন্য় এক ঝড়ের তাণ্ডবে তছনছ তুফানগঞ্জ।ঘরের ছাদে গাছ ভেঙে পড়ে আহত হয়েছেন একজন। জলমগ্ন হয়ে পড়ে শিলিগুড়ি শহরের কয়েকটি জায়গা। জলপাইগড়ির নাথুয়ার চরে তিস্তার জল বাড়ার আশঙ্কায় প্রশাসনের তরফে তৈরি করা হয়েছে কন্ট্রোল রুম।
Continues below advertisement