North Bengal Weather: একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ! বিপর্যস্ত জনজীবন। ABP Ananda Live

ABP Ananda Live: একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal) । কালিম্পং, সিকিম ও ভুটানে ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়না সহ একাধিক নদী। পাহাড়ে ভারী বৃষ্টির জেরে জল ঢুকতে শুরু করেছে ডুয়ার্সের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাও গ্রামের বেশ কিছু বাড়িতে। তিস্তার জল ঢুকে যাওয়ার আশঙ্কায় ঘুম উড়েছে মালবাজারের ক্রান্তি ব্লকের চ্য়াংমারি ও ডাপাডাঙার বেশ কিছু এলাকার বাসিন্দাদের। এই পরিস্থিতির মধ্য়েই আজ তিস্তা ব্য়ারেজ থেকে পনেরো শো পঞ্চাশ দশমিক পাঁচ ছয় কিউসেক জল ছাড়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় তুফানগঞ্জে ১১৮ মিলিমিটার, কোচবিহারে ৬২ মিলিমিটার ও মাথাভাঙায় ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ধসে ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতির জন্য় আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে কালিম্পংয়ে ১০ নম্বর জাতীয় সড়ক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola