ABP News

North Dinajpur News:১২ঘণ্টা পার,গোয়ালপোখরে পুলিশকে গুলি চালিয়ে চম্পট দেওয়া আসামিকে ধরতে ব্যর্থ পুলিশ

Continues below advertisement

ABP Ananda Live: আইনশৃঙ্খলা, স্বাস্থ্য়, শিক্ষা সরকারের প্রধান দায়িত্ব যেগুলো, এরাজ্য়ে তা-ই বারবার প্রশ্নের মুখে। গোয়ালপোখরে দিনেদুপুরে গুলি খাচ্ছে পুলিশ। মালদায় ধাওয়া করে, গুলি চালিয়ে, খুন করা হচ্ছে তৃণমূল নেতাকে। রাস্তায় ফেলে, থেঁতলে খুন করা হচ্ছে তৃণমূলকর্মীকে। ভয় এতটাই, যে তাঁর পরিবার বিচার অবধি চাইছে না। যা দেখে বিরোধীরা প্রশ্ন তুলছে, এরাজ্য়ে কি আইশৃঙ্খলা বলে কিছু আছে? পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

গভীর রাতে সইফ আলি খানের ওপর হামলা, বাড়িতেই আক্রান্ত অভিনেতা

বৃহস্পতিবার সকালেই হঠাৎ দুঃসংবাদ। অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলা হয়েছে। গভীর রাতে সইফের মুম্বইয়ের বাড়িতে ঢুকে ছুরি নিয়ে হামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে। আপাতত লীলাবতী হাসপাতালে ভর্তি সইফ। অভিনেতা বিপন্মুক্ত, জানিয়েছেন চিকিৎসকরা। নিছক চুরি, না অন্য কোনও কারণে হামলা? তদন্তে বান্দ্রা থানার পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram