Abhishek Banerjee: তলবের আগে এক দিনও সময় দেওয়া হয়নি, CBI-কে কার্যত পত্রাঘাত অভিষেকের | ABPAnandaLIVE
Continues below advertisement
Abhishek Banerjee: তলবের আগে এক দিনও সময় দেওয়া হয়নি। নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার আগে এই অভিযোগ তুলে, CBI-কে কার্যত পত্রাঘাত করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির প্রশ্নের মুখোমুখি হওয়ার পরও একই অভিযোগ তুললেন তিনি। পঞ্জিকা দেখে তলব করবে না CBI. পাল্টা কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার।
Continues below advertisement