Sheikh Shahjahan: 'গ্রেফতারিতে নয়, স্থগিতাদেশ সিট-এ', সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করল হাইকোর্ট | ABP Ananda LIVE
শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনও বাধা নেই। সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করল হাইকোর্ট। শেখ শাহজাহানকে পার্টি করার বিষয়টি ২টি সংবাদপত্রে নোটিস দিয়ে জানাবে হাইকোর্ট। শেখ শাহজাহানকে গ্রেফতারিতে আদালতের কোনও স্থগিতাদেশ নেই, জানালেন প্রধান বিচারপতি। রাজ্য পুলিশ, সিবিআই, ইডি-কেও মামলায় পার্টি করার নির্দেশ। 'যে আইনজীবীরা তাঁর হয়ে মামলা লড়ছেন তাঁরা হয়তো বলতে পারবেন', মন্তব্য জানালেন অ্যাডভোকেট জেনারেল। 'একজন সাংসদ বলেছেন যে আদালতের নির্দেশের কারণে তাঁকে গ্রেফতার করা যাচ্ছে না', সওয়াল আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের। 'শেখ শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে আদালতের কোন স্থগিতাদেশ নেই। শুধু যে সিট গঠন করা হয়েছিল, তার উপর স্থগিতাদেশ আছে', জানালেন প্রধান বিচারপতি।