ABP On The Spot seg 2: 'শুধু টেট চাকরিপ্রার্থীরাই নন, টাকা তোলা হয়েছে আপারপ্রাইমারি ও সংগঠক শিক্ষক পদের জন্যও', বিস্ফোরক দাবি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের
'শুধু টেট চাকরিপ্রার্থীরাই নন, টাকা তোলা হয়েছে আপারপ্রাইমারি ও সংগঠক শিক্ষক পদের জন্যও'। বিস্ফোরক দাবি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের । '৩২৫ জন টেট চাকরিপ্রার্থীর কাছে মাথাপিছু ১ লক্ষ টাকা নেওয়া হয়েছে'
'সংগঠক শিক্ষক পদে ২৬০০ জনের কাছে মাথাপিছু ৫০ হাজার টাকা নিয়েছেন কুন্তল ঘোষ'। 'আপার প্রাইমারি চাকরি প্রার্থী ১০০ জনের কাছে মাথাপিছু ২ লক্ষ টাকা নেওয়া হয়েছে'। 'এই বিপুল পরিমাণ টাকার প্রতিটি রশিদে সই যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের'। 'সিবিআইয়ের কাছে শুধু ১৯ কোটি টাকার হিসেব দিয়েছি'। 'এছাড়াও অনেক ছাত্র-ছাত্রীর কাছে টাকা তুলেছেন কুন্তল'।চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার পরিমাণ ১০০ কোটি ছাড়াতে পারে, আশঙ্কা তাপসের
কুন্তল টাকা নিলেও, কেউ চাকরি পায়নি বলে দাবি তাপস মণ্ডলের। বারবার কুন্তলকে টাকা ফেরত দিতে বললেও, টাকা ফেরত দেয়নি, অভিযোগ তাপসের। 'কুন্তল আমাকে মানহানির নোটিস পাঠিয়েছে, কিন্তু আমার কাছে সব তথ্যপ্রমাণ আছে'বিস্ফোরক দাবি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের