OBC Case :'৬৬ টি সম্প্রদায়কে নিয়েই শুরু করতে হবে নিয়োগপ্রক্রিয়া', নির্দেশ আদালতের

ABP Ananda LIVE: ওবিসি (OBC) নিয়ে এবার আদালত অবমাননার মামলা। 'ওবিসি বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের পরেও কেন চালু কলেজে ভর্তির পোর্টাল?', প্রশ্ন তুলে হাইকোর্টে (Calcutta High Court) আদালত অবমাননার মামলা করা হয়েছে। মুখ্যসচিব ও উচ্চশিক্ষা দফতরকে যুক্ত করা হয়েছে মামলায়।  পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের প্রক্রিয়া আজই শুরু হবে, নির্দেশ বিচারপতি কৌশিক চন্দের। কলকাতা হাইকোর্টের নির্দেশমতো ৬৬ টি সম্প্রদায়কে নিয়েই শুরু করতে হবে নিয়োগপ্রক্রিয়া, নির্দেশ আদালতের। ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমতি দেবে রাজ্য, তারপর বাকি নিয়ম মেনে চলবে নিয়োগ, নির্দেশ আদালতের। ৭৮ টি শূন্যপদে হবে নিয়োগ। ডিভিশন বেঞ্চের নির্দেশ না মানা নিয়ে একে অপরকে দোষারোপ করছে পুরসভা, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, মন্তব্য আদালতের। আদালতের নির্দেশ অনুযায়ী ভার্চুয়ালি হাজিরা দেন কলকাতা পুরসভার কমিশনার, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola