Nabanna Abhijan: নবান্ন অভিযান ঘিরে দিকে দিকে তুলকালাম, পুলিশকে লক্ষ্য করে ইট, পাল্টা লাঠিচার্জ।

Continues below advertisement

ABP Ananda Live: ব্যারিকেডে গ্রিজ লাগাচ্ছে কলকাতা পুলিশ। বিক্ষোভকারীরা যাতে ব্যারিকেডে উঠতে না পারে, তার জন্য গ্রিজ লেপে দিল পুলিশ। হেস্টিংসের কাছে ব্যারিকেডে গ্রিজ লাগাল পুলিশ। হাওড়ামুখী এজেসি বোস রোড বন্ধ। চিড়িয়াখানা ক্রসিংয়ের পর আর যাওয়া যাচ্ছে না হাওড়ার দিকে। নবান্ন অভিযানের আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিল পুলিশ। সাঁতরাগাছিতে ব্যক্তিগত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা। সাঁতরাগাছিতে শুধু সরকারি বাস চলাচলেই ছাড়। ব্যারিকেডে গ্রিজ লাগাচ্ছে কলকাতা পুলিশ, বিক্ষোভকারীরা যাতে ব্যারিকেডে উঠতে না পারে, তার জন্য গ্রিজ লেপে দিল পুলিশ। হেস্টিংসের কাছে ব্যারিকেডে গ্রিজ লাগাল পুলিশ। নবান্ন অভিযান ঘিরে ভয়ঙ্কর চিত্র, হাওড়ায় ব্যারিকেডের এপারে আটকে রোগী। এজেসি বোস রোড ও দ্বিতীয় হুগলি সেতু সংযোগকারী সমস্ত রাস্তায় ভোর থেকে মোতায়েন রয়েছে পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে স্টিলের গার্ডরেল। কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুগামী প্রতিটি রাস্তাই পুলিশে ছয়লাপ। বেলা বাড়ার সঙ্গে দ্বিতীয় হুগলি সেতু ও অ্যাপ্রোচ রোডগুলিতে যান নিয়ন্ত্রণ শুরু হবে। সপ্তাহের দ্বিতীয় কাজের দিন হওয়ায়, বিকল্প রাস্তা দিয়ে যাতায়াতের পরামর্শ দিয়েছে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram