Online Fraud: ১০ হাজার টাকায় চিমনি বেচতে গিয়ে সাড়ে ৪ লক্ষ টাকা খোয়ালেন বাঁশদ্রোণীর বাসিন্দা।Bangla News
Continues below advertisement
অনলাইনে ১০০০০ টাকার জিনিস বেচতে গিয়ে প্রতারণার শিকার বাঁশদ্রোণীর বাসিন্দা। পুণেতে কর্মরত বাঁশদ্রোণীর বাসিন্দার খোয়া গেল সাড়ে ৪ লক্ষ টাকা। ১০০০০ টাকার বিনিময়ে চিমনি বেচতে ওএলএক্সে বিজ্ঞাপন দেন ইঞ্জিনিয়ার। বিজ্ঞাপন দেখে বাঁশদ্রোণীর বাসিন্দাকে ফোন। ফোন করে প্রথমে ১০ টাকা পাঠাতে বলে প্রতারক। পরে বাঁশদ্রোণীর বাসিন্দাকে অ্যাকাউন্ট নম্বর পাঠাতে বলে প্রতারক। পরে কিউআর কোড পাঠায় প্রতারক। কিউ আর কোড পাঠানোর পরেই অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৪ লক্ষ টাকা। বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের প্রতারিত বাঁশদ্রোণীর বাসিন্দার।
Continues below advertisement
Tags :
ABP Ananda Cyber Crime ABP Ananda Bengali News ABP Ananda Digital এবিপি আনন্দ লাইভ E Commerce Online Fraud Fraud Case এবিপি আনন্দ লাইভ বাঁশদ্রোণী সাইবার প্রতারণা ABP Ananda LIVEএবিপি আনন্দ Bansdroni Bangla News Live