Online Oxygen Fraud : অক্সিজেন কিনতে গিয়ে অনলাইন প্রতারণার শিকার তরুণী, খোয়ালেন ৫৮ হাজার টাকা

Continues below advertisement

মানুষ বড় কাঁদছে। পাশে এসে দাঁড়াচ্ছে মানুষই। আবার সেই মানুষই ফাঁদ পাতছে। আর সেই প্রতারণার ফাঁদে পা দিচ্ছে মানুষ। করোনার এই ভয়াবহ সঙ্কটকালে মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন। আর প্রতিদান হিসেবে পেলেন প্রতারণার ধাক্কা। সাহায্যের হাত বাড়িয়ে ৫৮ হাজার টাকা খোয়াতে হল পশ্চিম বর্ধমানের কুলটির বাসিন্দা অঙ্কিতা সরকারকে। হাসপাতালে অক্সিজেনের আকাল। অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর মর্মান্তিক অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার ও কিট দিয়ে সাহায্য করার কথা ভেবেছিলেন আসানসোল পুরসভার অস্থায়ী কর্মী এই তরুণী। তাঁর দাবি, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখেই কলকাতার একটি সংস্থার কাছ থেকে পাঁচটি দশ লিটারের অক্সিজেন সিলিন্ডার ও পাঁচটি কিটের অর্ডার নেন। ১১ মে সংস্থার দেওয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫৮ হাজার টাকা পেমেন্ট করে দেন। তরুণীর দাবি, তাঁকে জানানো হয় সংস্থার অফিস দক্ষিণ ২৪ পরগনার কামালগাজিতে। বলা হয় তিন ঘণ্টার মধ্যে সিলিন্ডার পৌঁছে যাবে নির্দিষ্ট জায়গায়। কিন্তু তারপর ২৪ ঘণ্টা কেটে গেলেও পৌঁছায়নি অক্সিজেন সিলিন্ডার ও কিট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram