Online scam: অনলাইনে হোটেল বুকিং?, খুব সাবধান
ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? ঝামেলা এড়াতে, অনলাইনে আগে থেকে সেরে রাখতে চাইছেন হোটেল বুকিং (Online hotel booking)? তাহলে কিন্তু খুব সাবধান। পড়তে পারেন অনলাইন প্রতারকদের ফাঁদে! প্রায় এক লক্ষ টাকা খুইয়ে এমনই তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন এক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও যাদবপুরের এক বাসিন্দা। অভিযুক্তকে রাজস্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।