Padma Award Refusal : সন্ধ্যা মুখোপাধ্যায় বাঙালির হৃদয় স্পর্শ করেছেন, ভারত সরকার কী করল তুচ্ছ ব্যাপার : আবুল বাশার | Bangla News
Continues below advertisement
পদ্মশ্রী (Padma Shree) নেব না, মন চাইছে না, সম্মান প্রত্যাখ্যান নিয়ে দাবি করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee)। তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার (Abul Bashar) বলেন, "বাঙালি রোমান্স শুরু বঙ্কিমচন্দ্রের মধ্যে দিয়ে। বাঙালি রোমান্স শুরু সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের মাধ্যমে। বাঙালিদের উপরে বিদ্বেষ রয়েছে। প্রকৃত প্রতিভাকে অসম্মান কেন্দ্রের। বাঙালি শিল্পীদের মধ্যে মহত্তম সন্ধ্যা মুখোপাধ্যায়।" তিনি যোগ করেন, "বাঙালির হৃদয় স্পর্শের জন্য যে মাদকতার প্রয়োজন ছিল তা ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের। ভারত সরকার কী করল, এটা খুব তুচ্ছ ব্যাপার।"
Continues below advertisement
Tags :
Republic Day Kolkata ABP Ananda Bengali News Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Republic Day Parade Photos Kabir Suman Sandhya Mukherjee এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ 73rd Republic Day Abul Bashar