Pak Spy : সেনা ছাউনিতে কাজ করছেন ২ পাকিস্তানি নাগরিক ! অভিযোগকারী ভুগছেন প্রাণনাশের আশঙ্কায়। ABP Ananda

ব্যারাকপুরে (Barrackpore) সেনা ছাউনিতে কাজ করছেন ২ পাকিস্তানি নাগরিক (Pakistani Resident)। এই অভিযোগ জানিয়ে আদালতে মামলা করেছিলেন ত্রিবেণীর বাসিন্দা। এবার, প্রাণনাশের আশঙ্কায় ভুগছেন তিনিই। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত, প্রয়োজনে মিথ্যে মামলা দিয়ে জেলে রেখে দেওয়া হোক, নিরুপায় হয়ে বলছেন মামলাকারী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola