Pallavi Chatterjee : ব্যাঙ্কে তাঁর মৃত্যুসংবাদ দিয়ে তুলে নেওয়া হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা ! অভিযোগ অভিনেত্রী পল্লবীর

Continues below advertisement

ব্যাঙ্কের গ্রাহক বহাল তবিয়তে! অথচ ব্যাঙ্কে তাঁর মৃত্যুসংবাদ দিয়ে, অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা! এমনই চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ করেছেন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবীর দাবি, সম্প্রতি ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়ে জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে! কিন্তু কী কারণ? অভিনেত্রীর দাবি, ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়, পরিবারের সদস্য পরিচয়ে, তাঁর মৃত্যুসংবাদ দিয়ে, ৯ লক্ষ ১৭ হাজার টাকা তুলে নিয়েছেন কেউ! অ্যাকাউন্টও বন্ধ করে দিতে বলা হয়েছে! একথা জেনে, কড়েয়া থানায় অভিযোগ জানান পল্লবী চট্টোপাধ্যায়। পুলিশ সূত্রের খবর, ব্যাঙ্ক কর্তৃপক্ষের অনুমান, নামের বানানে ত্রুটির জেরে এই সমস্যা হয়েছে। দ্রুত টাকা ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এমনটাই পুলিশ সূত্রের খবর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram