Panchayat Election 2023: 'সিপিএম জিতলেই ৩-৪ বার কাউন্টিং..', নিয়ম লঙ্ঘন নিয়ে বিস্ফোরক সেলিম

Continues below advertisement

পঞ্চায়েত ভোটের গণনায় (Panchayat Election Counting) নিয়মভঙ্গের অভিযোগ তুলে সরব সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammad Salim)। গোটা বাংলায় যখন সবুজ ঝড়, ঠিক তখন গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। আদৌ কি বামদের পক্ষে দেওয়া ব্যালট পেপারগুলি, গণনার টেবিল পর্যন্ত পৌঁছতে পেরেছে  ? নাকি সেগুলি রাস্তায় লুটোপুটি খাচ্ছে ? এমন কি গোটা প্রক্রিয়া নিয়ে আলোকপাত করলেন মহম্মদ সেলিম। 

তিনি বলেন, 'এমএলএ-রা বসে আছেন গণনাকেন্দ্রে ! জেতা প্রার্থী, তাঁর সার্টিফিকেট ইস্যু করা হবে না। শংসাপত্র দিয়ে দিয়েছে, তারপরেও কেড়ে নিচ্ছে। ছিনতাই করে নিচ্ছে। সিপিএম যেখানে জিতছে, সেখানে রিকাউন্টিংয়ের নাম করে ৩ থেকে ৪ বার কাউন্টিং করা হচ্ছে। তারপরে ব্যালট সই করা- গোছা গোছা, যা যেখানে গুজে দিয়েছে ! বলা হয়েছিল, সই করা ছাড়া হবে না। সেইগুলিকে ডাউটফিল করে রেখে দিল। আবার সেন্ট্রাল টেবিলে বিডিও-র টেবিলে, তৃণমূল হারছে যখন দেখছে, তখন সেইগুলিকে গণনার মধ্যে নিয়ে যাচ্ছে। যেখানে সেসব করে পারছে না, সিপিআইএম-র ছাপ মারা, বামপন্থীদের ছাপ মারা ব্যালট  জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে।  নর্দমায় ফেলে দিচ্ছে, কালি ছিঁটিয়ে দিচ্ছে বলে গুরুতর অভিযোগ তুললেন এদিন তিনি।

তিনি আরও বলেন,'গণনাকেন্দ্রের বাইরে সিপিএম-র ব্যালট পাওয়া যাচ্ছে।  তৃণমূল প্রথম থেকে জানত, তাঁরা হারবে, সেজন্য গোটা প্রক্রিয়াকে, পুলিশকে, নির্বাচন কমিশনকে এবং মস্তানকে ব্যবহার করে, এটাকে একটা প্রহসণে পরিণত করার চেষ্টা করে। কিন্তু মানুষ কত ক্ষিপ্ত, কত বিরক্ত ,এবং তাঁদের পুঞ্জীভূত ক্ষোভকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে প্রকাশ করতে চেয়েছিলেন, বামফ্রন্টের নের্তৃত্বে, সেটা আজকে প্রমাণিত হয়েছে।' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram