Panchayat Election 2023: মনোনয়নের শেষ দিনেও রক্তাক্ত বাংলা, চোপড়া-ভাঙড়ে নিহত ২
Continues below advertisement
মনোনয়নের শেষ দিনেও রক্তাক্ত বাংলা, চোপড়া-ভাঙড়ে নিহত ২। চোপড়ায় বাম-কংগ্রেসের উপর হামলা, গুলিতে নিহত ১, আহত ৩। ভাঙড়ে সংঘর্ষ, তৃণমূলকর্মী রশিদ মোল্লার মৃত্যু, দাবি সওকত মোল্লার। ভাঙড়ের ২ নম্বর ব্লকে তৃণমূলকর্মীর মৃত্যুর দাবি সওকত মোল্লার। চোপড়ায় গুলিতে ২জনের মৃত্যু, আহত অন্তত ২০, দাবি মহম্মদ সেলিমের। ৪দিন ধরে ভাঙড়ে সন্ত্রাস, মাথায় গুলি, আইএসএফ কর্মী খুন। ৪দিন পার, দুষ্কৃতীদের মুক্তাঞ্চল ভাঙড়, পুলিশের সামনেই অবাধে সন্ত্রাস! মাথায় গুলিবিদ্ধি হয়ে একজনের মৃত্যু, দাবি আইএসএফ কর্মীদের। মুড়ি-মুড়কির মতো পড়ছে বোমা, শুধুই দর্শক পুলিশ! চোখের সামনে দুষ্কৃতী তাণ্ডব, মিডিয়াকেই আটকাতে ব্যস্ত পুলিশ! বিডিও অফিসের মধ্যেই আইএসএফ প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাই! চোপড়ায় নিহত সিপিএম কর্মী মনসুর আলম। ভাঙড়ে নিহত আইএসএফ কর্মী মইউদ্দিন মোল্লা।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Bengal CM Elections West Bengal Politics Panchayat Election Congress TMC BJP CPIM Panchayat Election 2023 WB Panchayat Election 2023 West Bengal Panchayat Election Panchayat Poll 2023 WB Panchayat Election Schedule West Bengal Panchayat Election Date WB Panchayat Election Date WB Panchayat Poll 2023 Panchayat Election In Bengal Bengal Panchayat Election Bengal Panchayat Election 2023