Morning Headlines : পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি, ৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট | ABP Ananda Live

Morning Headlines : পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি। আঠারোর মতো এবারও এক দফাতেই গ্রাম বাংলার ভোট। ৮ জুলাই নির্বাচন। এগারোয় গণনা।

পুলিশ, না কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট? রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত বলেও, ইঙ্গিতপূর্ণভাবে পুলিশেই ভরসা রাখার কথা শোনা গেল রাজ্য নির্বাচন কমিশনারের মুখে।

রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনীর দাবি বিজেপি-কংগ্রেস-বামেদের। একুশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করেও তো হেরেছেন, পাল্টা তৃণমূল।

সর্বদল না ডেকেই একতরফা ঘোষণা, কারও প্রাণ গেলে দায় মুখ্যমন্ত্রী এবং কমিশনারের, আক্রমণে শুভেনদু।

আজ থেকেই শুরু মনোনয়ন। চলবে ১৫ জুন পর্যন্ত। করা যাবে অনলাইনে? রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত, ধোঁয়াশা বজায় রেখে জানাল কমিশন।

বিধানসভার আগে 'দিদিকে বলো'। এবার পঞ্চায়েতের আগে 'সরাসরি মুখ্যমন্ত্রী'। সমস্যার সমাধানে দেওয়া হল ফোন নম্বর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola