Hoogly News: তৃণমূলের টিকিটে জিতে বিজেপিতে যোগ দেওয়ার দু’দিনের মধ্য়েই ফের তৃণমূলে ফিরলেন পঞ্চায়েত প্রধান। ABP Ananda Live

Continues below advertisement

তৃণমূলের টিকিটে জিতে বিজেপিতে যোগ দিয়ে পঞ্চায়েত প্রধান হয়েছিলেন। পদ পাওয়ার দু’দিন পরেই ফিরলেন তৃণমূলে। হুগলির খানাকুলের অড়ুন্ডা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের পরেও দলবদলের খেলা। ভোটের ফলে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেলেও, ১০ অগাস্ট বোর্ড গঠনের আগের দিন শাসকদলের ৩ জয়ী প্রার্থী যোগ দেন বিজেপিতে। বোর্ড গঠনের দিন বিজেপির সমর্থনে প্রধান হন তৃণমূলের টিকিটে জয়ী দেবাশিস সিংহ। উপপ্রধান হন বিজেপির জয়ী প্রার্থী। বোর্ড গঠনের দু’দিন পরেই গতকাল, তৃণমূলে প্রত্যাবর্তনের প্রধানের দাবি, ভুল বুঝিয়ে তাঁকে দলে টেনেছিল বিজেপি। গেরুয়া শিবিরের বিরুদ্ধে তাদের প্রার্থীদের অপহরণের অভিযোগ তুলেছে তৃণমূল। শাসকদলের দাবি নস্যাৎ করে বিজেপির দাবি, দলবদল করালেও পঞ্চায়েত তাদের দখলেই থাকবে। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram