Panihati news : তরুণীর সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বচসা ! মারমুখী তৃণমূল কাউন্সিলর। পানিহাটিতে তুলকালাম

ABP Ananda LIVE : ভর দুপুরে পানিহাটিতে তুলকালাম, মারমুখী তৃণমূল কাউন্সিলর । পানিহাটিতে স্কুটার চালক তরুণীর সঙ্গে বচসা, সপাটে চড় কাউন্সিলরের! মহোৎসবতলা ঘাট এলাকায় তরুণীর সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বচসা! তরুণীর সঙ্গে বচসার মধ্যেই সপাটে চড় তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়ের ।প্রকাশ্য রাস্তায় তৃণমূল কাউন্সিলরের চড়, জবাবে পাল্টা মার তরুণীর।'দেখুন কেমন জনপ্রতিনিধি নির্বাচন করেছি আমরা', পানিহাটির ঘটনায় কটাক্ষ সজল ঘোষের

 

 নন্দীগ্রামে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

নন্দীগ্রামে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। দলের সাংগঠনিক সভা চলাকালীন চরম বিশৃঙ্খলা। মঞ্চে তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক অরুণাভ ভুঁইয়ার উপস্থিতিতে আপত্তি দলেরই একাংশের। অরুণাভ ভুঁইয়ার বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ দলের একাংশের। বিক্ষোভের মুখে সভামঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন অরুনাভ। অভিযোগকারীরা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, পাল্টা অভিযোগ অরুণাভর । বিক্ষোভের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola