Parliament Security: 'স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসে বিবৃতি দিন সংসদকাণ্ড নিয়ে', দাবি সুখেন্দুর
Continues below advertisement
ABP Ananda LIVE: সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ড (parliament winter session) তৃণমূলের (TMC) সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, অসিত মাল। সাসপেন্ড তৃণমূলের প্রতিমা মণ্ডল, সুনীল মণ্ডল। সাসপেন্ড কংগ্রেসের গৌরব গগৈ।অধীর-সহ মোট ৩৩ জন বিরোধী সাংসদ সাসপেন্ড(Parliament Suspension)। 'আমাদের দুটি মাত্র দাবি ছিল, একটি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসে বিবৃতি দিন সংসদকাণ্ড নিয়ে। প্রাইভেট চ্যানেলে তিনি বক্তব্য রাখছেন, প্রধানমন্ত্রী অন্যান্য সংবাদমাধ্যামে বক্তব্য রাখছেন এ বিষয়ে। কিন্তু সংসদে তাঁরা এ বিষয়ে কিছু জানাচ্ছেন না', মন্তব্য সুখেন্দু শেখর রায়ের
Continues below advertisement
Tags :
Lok Sabha Winter Session Parliament Winter Session Sukhendu Sekhar Roy ABP Ananda LIVE TMC Leader Parliament News Parliament Session 2023 Lok Sabha Security News