Partha Chatterjee: ফের জামিনের আর্জি পার্থর, বিরোধিতায় CBI
Continues below advertisement
ফের জামিনের আর্জি পার্থ চট্টোপাধ্যায়ের। আর তার বিরোধিতায় সিবিআই। 'নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন তথ্য পাচ্ছি আমরা। এজেন্সির কাজে কোনও রাজনৈতিক প্রভাব নেই। এজেন্সির নথিতে কোনও ভুল-ত্রুটি থাকলে প্রশ্ন তুলুন', আদালতে সওয়াল সিবিআইয়ের। 'দুর্নীতি অবশ্যই হয়েছে, কার মাধ্যমে হয়েছে', সেটাই খোঁজা হচ্ছে, সওয়াল সিবিআইয়ের।
Continues below advertisement