Partha Chatterjee: ‘অর্পিতার এলআইসি-র প্রিমিয়ামের মেসেজ আসত পার্থর মোবাইল ফোনে’, দাবি ইডি-র আইনজীবীর
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক দাবি ইডি-র। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রীর নামে তৈরি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে নিয়োগ দুর্নীতির মোটা অঙ্কের টাকা ঢুকেছে বলে তাদের সন্দেহ। কালো টাকা এভাবেই সাদা করা হয়েছে। ওই স্কুলের অ্যাকাউন্ট পরীক্ষা করা হচ্ছে। আদালতে ইডি-র আইনজীবীর দাবি, নিয়োগ দুর্নীতির টাকা ভুয়ো কোম্পানির নামে অ্যাকাউন্ট খুলে পাচার করা হয়েছে। এই মুহূর্তে ইডি-র নজরে ৩০টি ভুয়ো কোম্পানি ও ৬০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আদালতে ইডি-র আইনজীবীর দাবি, পার্থ-অর্পিতা ঘনিষ্ঠতার অকাট্য প্রমাণ রয়েছে তাদের কাছে। অর্পিতার এলআইসি পলিসির প্রিমিয়াম জমা দেওয়ার মেসেজ রয়েছে পার্থর মোবাইল ফোনে। এর পাশাপাশি, আদালতে ইডি-র দাবি, উত্তর ২৪ পরগনার দোবাগাছিতে একটি ফার্ম হাউস, পিকনিক স্পটের হদিশ মিলেছে। ওই সম্পত্তির যৌথ মালিকানা পার্থ-অর্পিতার। আদালতে দাবি ইডি-র আইনজীবীর।