Partha Chatterjee: আদালতে ঢোকার মুখে বিস্ফোরক পার্থ, আনলেন শুভেন্দু, দিলীপ, সুজনের নাম
Partha Chatterjee: আদালতে ঢোকার আগে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee)। পার্থ চট্টোপাধ্যায়ের মুখে সুজন (Sujan Chakraborty), দিলীপ (Dilip Ghosh), শুভেন্দুর (Suvendu Adhikari) নাম। 'যে সুজন চক্রবর্তী, শুভেন্দুবাবুরা বড় বড় কথা বলছেন তাঁরা নিজেদের দিকে দেখুন''উত্তরবঙ্গে (North Bengal) তাঁরা কী করেছেন দেখুন''২০০৯-১০ -এর সিএজি (CAG) রিপোর্ট পড়ুন''সব জায়গায় তদ্বির করছেন যেহেতু আমি বলেছি করতে পারব না''আমি বলেছি যে আমি নিয়োগ কর্তা নই''আমি বলেছি সাহায্য় তো দূরের কথা কোনও বেআইনি কাজ করতে পারব না'। 'মন্ত্রী (Minister) হওয়া কি অপরাধ? আমি নিয়োগকর্তা (Recruiter) নই'। কোর্টে ৯ মিনিট বললেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Parth Chatterjee)। 'আমি শুধু বোর্ডে ছিলাম, বাকিরাও ছিল, আমি নিয়োগকর্তা নই'। 'সবাই ছিল বোর্ডের মধ্যে, আমি পড়াশোনায় ভাল ছিলাম'। আলিপুরে বিশেষ আদালতে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের । 'দীর্ঘদিন রাজনীতি (Politics) করছি, বিরোধী দলনেতা ছিলাম, থানাতেও অভিযোগ নেই' । 'প্রতিদিন অন্ধকারে থাকছি, কোথায় যাচ্ছি, প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করছি'। '৮ মাস ধরে গুহার মধ্যে আছি, জানি না জীবদ্দশায় মুক্তি পাব কিনা' । চার্জশিটের কপি দেখেছি, এমন কোনও অপরাধ করিনি, দাবি পার্থর । 'এখনও বিচারব্যবস্থার উপরে আস্থা আছে, পালিয়ে যাব না'