Partha Chatterjee : আজ পার্থর জামিন-মামলার শুনানি, আদালতে কী বলবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ?
Continues below advertisement
নিয়োগ-দুর্নীতিকাণ্ডে আজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিন-মামলার শুনানি হবে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে। এর আগে ১৬ মার্চ, বিচারকের কাছে হাতজোড় করে পাঁচ মিনিট কথা বলার আবেদন জানান পার্থ। আজ আদালতে কী বলবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? সেদিকেই সবার নজর থাকবে। এছাড়া, প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরিকাণ্ডে SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হাকে হেফাজতে পেতে আজ আবেদন জানাবে সিবিআই। পার্থ, এসপি সিন্হার পাশাপাশি, আজ কুন্তল ঘোষ, তাপস মণ্ডলদেরও আদালতে পেশ করা হবে।
Continues below advertisement