Partha Chatterjee: এবার সিপিএম ও বিজেপির মুখপাত্রদের সরাসরি আক্রমণ পার্থর

Continues below advertisement

আদালতে ঢোকার মুখে পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে চোর চোর স্লোগান দেন কয়েকজন। তবে শুধু আজ নয়, গত বছর ২৫ জুলাই ভুবনেশ্বর ও ১৬ সেপ্টেম্বর আলিপুর আদালতে চোর চোর স্লোগানের সম্মুখীন হন প্রাক্তন শিক্ষামন্ত্রী। 

 

আদালতে ঢোকার মুখে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)মুখে বিস্ফোরক দাবি। পার্থ চট্টোপাধ্যায়ের মুখে সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর নাম শোনা গেল। তিনি বললেন, এঁরা আগে দেখুন উত্তরবঙ্গে কী করেছেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন,' যে সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা বড় বড় কথা বলছেন, তাঁরা নিজের দিকে দেখুন, তাঁরা উত্তরবঙ্গে কী করেছেন ! তাঁরা ২০০৯-১০ এর CAG রিপোর্ট পড়ুন। সমস্ত জায়গায় তদ্বির করেছে। যেহেতু আমি বলেছি, আমি কিচ্ছু করতে পারব না, আমি নিয়োগকর্তা নই, আমি এ ব্যাপারে সাহায্য তো দূরের কথা , কোনও বেআইনি কাজ করতে পারব না।'  তিনি আরও বলেন,' শুভেন্দু অধিকারীর ২০১১-১২ সালটা দেখুন না ! ডিপিএসটি-টা দেখুন কী করেছে '

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram