Partha Chatterjee: ভার্চুয়াল শুনানিতে জামিনের আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের। যে কোনও শর্তে জামিন চাইলেন পার্থ। Bangla News

Continues below advertisement

ভার্চুয়াল শুনানিতে জামিনের আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের। যে কোনও শর্তে জামিন চাইলেন পার্থ। ‘প্রয়োজনে একা বাড়িতে রাখুন পুলিশি নজরদারিতে’।আদালতে আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। ‘অপা ইউটিলিটি সার্ভিসেসের অংশীদার ছিলাম না, ফাঁসানো হচ্ছে’।‘বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা রয়েছে, চিকিৎসা প্রয়োজন’।‘এসএসসি বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন না পার্থ চট্টোপাধ্যায়’।‘ইডি নথিতে আমার মক্কেলের সই আছে বলে দাবি করছে, তিনি অস্বীকার করেছেন’
‘এটা কি ইডিকে অসহযোগিতা?’।‘ইডি দাবি করছে ডামি ডিরেক্টরদের বয়ান রেকর্ড করেছে’। ‘পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্ন তাঁরা কারা?’। ‘অস্থাবর সম্পত্তি, ব্যাঙ্ক। অ্যাকাউন্ট, এলআইসি পলিসি পার্থর নামে নয়’। সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। ‘নতুন আরও ৩০টি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি’।‘মোট ১০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে’। ‘সেই সব অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা প্রয়োজন’। ‘হদিশ মিলেছে আরও একটি ভুয়ো কোম্পানির’। ‘সিমবায়োসিস মার্চেন্ট। প্রাইভেট লিমিটেড নামে ভুয়ো কোম্পানির হদিশ’ । ‘এই কোম্পানির শেয়ারের দামে কারচুপি করে কালো টাকা সাদা করা হয়েছে’। আদালতে পাল্টা সওয়াল ইডির
‘সোনারপুরে রয়েছে অপা ইউটিলিটি সার্ভিসেসের জমি’। ‘জেলের তথ্য কীভাবে পেলেন পার্থ?’। ‘এটাই প্রমাণ করে তিনি কতটা প্রভাবশালী’পার্থকে ফের জেল হেফাজতে রেখে জেরা করতে চেয়ে সওয়াল ইডির

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram