Jyotipriya Mallick: একই ওয়ার্ডে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, তবু দেখা করতে নারাজ জ্যোতিপ্রিয় মল্লিক!
Continues below advertisement
একই ওয়ার্ডে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, তবু দেখা করতে নারাজ জ্যোতিপ্রিয় মল্লিক! জেল সূত্রে খবর, পয়লা বাইশ ওয়ার্ডে ঢোকার সময় আগেই আপত্তি জানিয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। তাঁকে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের সঙ্গে দেখা করে কথা বলার প্রস্তাব দেওয়া হয়, খবর জেল সূত্রে
তাতে অনীহা প্রকাশ করেন মন্ত্রী, খবর সূত্রের। মোবাইল ফোনের জন্য বারবার আবদার করেন জ্যোতিপ্রিয়, খবর জেল সূত্রে। একাধিকবার রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর নাম নিয়েছেন, খবর প্রেসিডেন্সি জেল সূত্রে।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Jyotipriya Mallick ABP Ananda LIVE ABP Ananda Digital Partha Chatterjee ABP Ananda ABP Ananda Bengali News Manik Bhattacharyya - Bengali News