WB Elections 2021: অপছন্দের প্রার্থী নিয়ে আশঙ্কা, রেললাইনে আত্মহত্যার চেষ্টা হুগলির BJP নেতার

Continues below advertisement

 

ক্ষোভ-বিক্ষোভ চলছিল কাল BJP-র প্রার্থী ঘোষণার পর থেকেই। আজ সেটা পৌঁছে গেল আত্মহত্যার চেষ্টায়। ত্রিবেণী এলাকার বিজেপি নেতা নিরুপম মুখোপাধ্যায় রেললাইনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁর অভিযোগ, সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) বিজেপি নেতৃত্ব-বিজেপি কর্মীদের কথা না শুনে দেবব্রত বিশ্বাসকে সপ্তগ্রামের প্রার্থী করতে চাইছেন। যিনি গতকাল বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর দাবি, দেবব্রত বিশ্বাসের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। চুঁচুড়া মগড়া পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন এই তৃণমূল নেতা। তিনি তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আর তাঁকেই নাকি সপ্তগ্রাম বিধানসভার প্রার্থী করবে বিজেপি। আর এমন খবর আসতেই আত্মহত্যার চেষ্টা করেন বিজেপির মৎস্যজীবী সেল-এর কনভেনার নিরুপম মুখোপাধ্যায়। যদিও বিজেপি কর্মীরা তাঁকে বিরত করেন। নিরুপম মুখার্জী জানান, দেবব্রত বিশ্বাসকে প্রার্থী করলে জেলা অফিসের সামনে গিয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করবেন। কর্মীদের অনুমান, দেবব্রত বিশ্বাসকে টিকিট দিতেই নাম ঘোষণায় দেরি। গতকাল দেবব্রত বিশ্বাস বিজেপিতে যোগ দেওয়ার পরেই এলাকায় তাঁর বিরুদ্ধে পোস্টারিং করে বিজেপি কর্মীরা। হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি বলেন, কে কী করছে জানি না। টিকিট কে পাবে, কে পাবে না সেটা দলের সিদ্ধান্ত। এ ব্যাপারে আমাদের কিছু করার নেই।

 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram