Kanksa News: কাঁকসা থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গিকে জেরা করে একাধিক নতুন তথ্য STF-এর হাতে | ABP Ananda LIVE

Continues below advertisement

পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গিকে জেরা করে একাধিক নতুন তথ্য রাজ্য পুলিশের এসটিএফের হাতে। ধৃত মহম্মদ হাবিবুল্লা আফগানিস্তানে তালিবান উত্থানে অনুপ্রাণিত হয়েছিল বলে দাবি STF সূত্রে। ধৃত একটি সোশাল মিডিয়া গ্রুপের সদস্য ছিল। সেখানে বেশ কয়েকজন বাংলাদেশীর খোঁজ মিলেছে। তাদের সঙ্গে ধৃতের কথপোকথন পেয়েছেন তদন্তকারীরা। ধৃতের বন্ধুদের জিজ্ঞাবাদ করেও বেশ কিছু নতুন তথ্য মিলেছে। তদন্তকারীদের অনুমান নির্দিষ্ট কিছু যুবকদের টার্গেট করা হতো। তারপরে সদস্যপদ গ্রহণের জন্য তাদের বোঝানো হত। টাকাও দেওয়া হত তাদের। মহম্মদ হাবিবুল্লাকে জেরা করে টাকার উৎস জানার চেষ্টা করছে এসটিএফ। ধৃত জেরায় অসহযোগিতা করছে বলেও খবর এসটিএফ সূত্রে। মহম্মদ হাবিবুল্লাকে গ্রেফতারের পরে STF সূত্রে দাবি করা হয়, আনসার আল ইসলাম নামে জঙ্গিগোষ্ঠী আল কায়দার একটি শাখা সংগঠন বাংলাদেশে সক্রিয় রয়েছে। পাকিস্তান-সহ নানা দেশে সক্রিয় এই মডিউল। এদেশে আনসার আল ইসলামের মডিউল শাহাদাত নামে সক্রিয়। এই শাহাদাতের প্রধান ধৃত মহম্মদ হাবিবুল্লা। BIP নামে একটি অ্যাপকে কাজে লাগিয়ে সদস্য় সংগ্রহের পরিকল্পনা ছিল জঙ্গি সংগঠনটির। নিজেদের সুরক্ষিত রাখতে এনক্রিপ্টেড মেসেজে কথা বলত সংগঠনের সদস্যরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram