Bangladesh News: বাংলাদেশের ৫০ জন বিচারকের ভারত সফরের অনুমতি প্রত্যাহার | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ইতিহাস ভুলেছে বাংলাদেশ, ভারতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে ইউনূস সরকার। প্রশিক্ষণ নিতে বাংলাদেশি বিচারকদের ভারত সফর বাতিল। বাংলাদেশের ৫০ জন বিচারকের ভারত সফর বাতিল। ভোপালে জুডিশিয়াল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ কর্মসূচিতে আসছেন না বাংলাদেশি বিচারকরা। আগে অনুমতি দিয়েও এখন বিচারকদের ভারত সফরের অনুমতি প্রত্যাহার। বিচারকদের ভারত সফরের অনুমতি প্রত্যাহার বাংলাদেশের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রকের। 

আরও খবর...

"মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস", বিস্ফোরক মন্তব্য বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের। বললেন, "যেদিন মমতাকে দল থেকে বহিষ্কার করা হয়, তখন সোমেন মিত্র ফোনে জানান, সীতারাম কেশরী নির্দেশ দিয়েছেন। আমি সোমেন মিত্রকে বারণ করেছিলাম। সোমেনকে বাধ্য করা হয়েছিল। সেই প্রায়শ্চিত্ত আজও করতে হচ্ছে কংগ্রেসকে।"

'মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও দিচ্ছে কংগ্রেস', বিস্ফোরক মন্তব্য বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের। বললেন, "যেদিন মমতাকে দল থেকে বহিষ্কার করা হয়, তখন সোমেন মিত্র ফোনে জানান সীতারাম কেশরির নির্দেশ দিয়েছেন। আমি সোমেন মিত্রকে বারণ করেছিলাম। সোমেনকে বাধ্য করা হয়েছিল। সেই প্রায়শ্চিত্ত আজও কংগ্রেসক।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram