Kolkata Bus: বেসরকারি বাস মালিকদের লিজের ভিত্তিতে সরকারি বাস ব্যবহারে ছাড়পত্র। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: ১৫ বছরের পুরনো হয়ে যাওয়ায় আগামী মাস থেকেই কলকাতার রাস্তায় নামবে না হাজার দুয়েক বাস। ফলে পরিবহণ ক্ষেত্রে বড়সড় সঙ্কটের আশঙ্কা করছেন অনেকেই। এই পরিস্থিতিতে বেসরকারি বাস মালিকদের লিজের ভিত্তিতে সরকারি বাস ব্যবহারে ছাড়পত্র দিল রাজ্য পরিবহণ দফতর।

২০০৯ সালে, ১৫ বছরের পুরনো বাস তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরিবহণ দফতর সূত্রে খবর, সেই নির্দেশ মেনে, ২০০৯ সালে যে সব নতুন বাস রাস্তায় নেমেছিল, সামনের অগাস্ট মাসে সেই সব বাসের বয়স ১৫ বছর পেরিয়ে যাওয়ায় সেগুলোকে বাতিল করতে হবে, যার সংখ্যা প্রায় হাজার দুয়েক। এই পরিস্থিতিতে বাসের অভাব মেটাতে এগিয়ে এল রাজ্য সরকার।

এবার সরকারি ডিপোয় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা বাসগুলোকেই লিজ দেওয়ার ঘোষণা করল পরিবহণ দফতর। ৩ বছরের চুক্তিতে এবার সরকারি বাস নিজেদের ব্যবসায় লাগাতে পারবেন পরিবহণ ব্যবসায়ীরা। ফলে পুরনো হয়ে যাওয়ায় যেসব বেসরকারি বাস মালিকরা তাঁদের বাস রাস্তায় নামাতে পারবেন না, তাঁরা চাইলে নতুন বাস কেনার বদলে এই সরকারি বাসগুলোকে লিজ নিয়ে লাগাতে পারেন নিজেদের ব্যবসায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram