Petrol Diesel Price: আজ থেকেই রাজ্যে জ্বালানির নতুন দাম কার্যকর, কেন বাড়ল পেট্রল-ডিজেলের দর ?

Continues below advertisement

Petrol Diesel Price Hike: লোকসভা নির্বাচনের আগে মার্চের মাঝামাঝি সময়ে প্রায় ২ টাকা দাম কমেছিল পেট্রল ও ডিজেলের। লোকসভা ভোট শেষ হতেই এবার বাড়ল পেট্রল-ডিজেলের দাম। লিটার প্রতি পেট্রলের দাম ১ টাকা ১ পয়সা বেড়ে হয়েছে ১০৪ টাকা ৯৫ পয়সা। ডিজেলের দাম ১ টাকা বেড়ে লিটার প্রতি ৯১ টাকা ৭৬ পয়সা হয়েছে। আজ থেকেই রাজ্যজুড়ে কার্যকর হল নতুন দাম। রাজ্যের করের কারণেই জ্বালানি তেলের দাম বেড়েছে বলে মনে করছে পেট্রল পাম্প মালিক সংগঠন। লোকসভা ভোটের আগে মার্চের মাঝামাঝি সময়ে প্রায় ২ টাকা দাম কমেছিল পেট্রল-ডিজেলের। সোমবার মাসের শুরুতেই এল ধাক্কা। দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। এবার কলকাতায় অনেক দিন পর জ্বালানির দাম বাড়ল। উল্লেখ্য, প্রতিদিন পেট্রোল-ডিজেলের নতুন হার (Petrol Diesel Price Today) দেশের সরকারি তেল কোম্পানিগুলি ঘোষণা করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর ভিত্তি করে এই দর নির্ধারণ করা হয়।উল্লেখ্য, আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরা HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন। ABP Ananda LIVE

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram