PM Modi: আয়ুষ্মান ভারত প্রকল্প চালু না করায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর
ABP Ananda live: বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু না করায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। উপনির্বাচনের মুখে, কল্য়াণী এইমসের একটা ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বললেন, 'এই প্রকল্প রূপায়িত করতে না পারার জন্য পশ্চিমবঙ্গ ও দিল্লির প্রবীণদের কাছে ক্ষমাপ্রার্থী।' আয়ুষ্মান ভারত নিয়ে দুই রাজ্য সরকারের মনোভাবে তিনি ব্যথিত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভোটের ফান্ডের দেড় কোটি কোথায়? মন্ত্রী-সাংসদের সামনেই কর্মীদের প্রশ্নের মুখে গোসাবার তৃণমূল বিধায়ক! টাকা আত্মসাতের অভিযুক্ত বিধায়ক! কর্মীদের প্রশ্নের মুখে মেজাজ হারালেন মন্ত্রী। গরিবের মাথায় নেই ছাদ, যার আছে পাকা বাড়ি, তাকেই 'আবাস'? দুই ২৪ পরগনা থেকে পুরুলিয়া-দুর্নীতির অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভ। আবাসে স্বজনপোষণ, সরব হওয়ায় দলেই হুমকির মুখে গোঘাটের পঞ্চায়েত সদস্যা? তৃণমূল নেতার বিরুদ্ধেই হুমকি দেওয়ার অভিযোগ। অস্বীকার নেতার। উপনির্বাচনের আগে আবাস যোজনার তালিকা চাওয়ার অভিযোগ। বিধি লঙ্ঘনের দাবিতে বাঁকুড়ায় বিডিওর বিরুদ্ধে কমিশনে বিজেপি। ডিএমের রিপোর্ট তলব। স্বাস্থ্যে ঘুঘুর বাসা নিয়ে তোলপাড়ের মধ্যেই নন্দীগ্রামের এক ডজন হাসপাতালে সুরক্ষায় টেন্ডারেই দুর্নীতি। বরাত বাতিলের নির্দেশ হাইকোর্টের। দ্রোহের কার্নিভালের দিন সরকারি চিকিৎসককে গ্রেফতার, হাইকোর্টে ফের প্রশ্নের মুখে ময়দান থানার পুলিশ। তদন্তে স্থগিতাদেশ।