PM Narendra Modi:১৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হল আজ, কৃষ্ণনগরের প্রশাসনিক সভায় বার্তা প্রধানমন্ত্রীর?ABP Ananda LIVE
'বাংলা খুব শীঘ্রই বিকশিত রাজ্যে পরিণত হবে। আজও ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হল। এই প্রকল্পগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ উপকৃত হবেন', কৃষ্ণনগরের প্রশাসনিক সভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'বিদ্যুৎ প্রকল্পের মধ্যে দিয়ে বাংলা আত্মনির্ভর হয়ে উঠবে। এই বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে ১১ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে। পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের উন্নয়নের দ্বার হয়ে উঠতে পারে', আরও সংযোজন তাঁর। প্রশাসনিক সভায় আর কী বার্তা তাঁর?
Tags :
Modi Meeting PM Narendra Modi DISTRICT West Bengal Turn Into Vikshit State Projects For West Bengal