Narendra Modi:অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আলিপুরদুয়ারে জনসভা করবেন তিনি
ABP Ananda Live: অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আজ আলিপুরদুয়ারে জনসভা করবেন তিনি। তার আগে সোশাল মিডিয়ায় পোস্টে দুর্নীতির প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি। পাল্টা মোদিকে পরিযায়ী পাখির সঙ্গে তুলনা করে, তৃণমূল প্রশ্ন ছুঁড়ে দিয়েছে, কেন রাজ্য়ের হকের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার?
আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে প্রশাসনের সর্বস্তরে যোগাযোগ করেছেন চাকরিহারারা। ইতিমধ্যেই আলিপুরদুয়ারে পৌঁছে গেছে চাকরিহারাদের প্রতিনিধিদল। শেষমেষ কি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ মিলবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
'আগে কেউ চায়ের ব্যবসা করতেন, এখন সিঁদুরের ব্যবসা' মোদি বাংলায় পা-রাখার আগেই বেলাগাম উদয়ন
অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। তার আগে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন একের পর এক তৃণমূল নেতা। 'সেনার সাফল্য না দেখিয়ে রাজনীতি করছে কেন্দ্র' দাবি তৃণমূলের। কাকলি ঘোষ দস্তিদার থেকে সাগরিকা ঘোষ সকলেই মোদিকে নিশানা করে বলছেন, 'প্রধানমন্ত্রীর এই নাটকীয়তা গ্রহণযোগ্যতা নয়'। আগামীকাল আলিপুরদুয়ারে সভা করবেন প্রধানমন্ত্রী । আর তার আগে প্রধানমন্ত্রীর নাম না করেই তীব্র আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। 'অপারেশন সিঁদুর' নিয়ে তৃণমূল কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে দৃঢ়ভাবে। কিন্তু 'অপারেশন সিঁদুর' নিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে দাবি করছেন তৃণমূলের একাধিক নেতা-নেত্রীরা।