Poila Boisakh: বাংলা বছরের পয়লা দিনে দক্ষিণেশ্বর-কালীঘাট-তারাপীঠে ভক্তদের ভিড়
Continues below advertisement
Poila Boisakh: বছরের প্রথম দিন (Poila Boisakh) পুজো দিয়ে আশীর্বাদ নিতে চান বাঙালিরা। আজ পয়লা বৈশাখের বিশেষ অনুষ্ঠান হল হালখাতা, ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলা বছরের প্রথম দিনে কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ মন্দিরে ভিড় করেছেন ভক্তরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পয়লা বৈশাখের সকালে এইসব মন্দিরে এসেছেন ভক্তরা।
Continues below advertisement