JU Student Death : এক দফায় নয়, ষড়যন্ত্র হয়েছিল দু'দফায় ! পড়ুয়ার মৃত্যুর আগে ও পরে ! দাবি পুলিশের

Continues below advertisement

যত সময় এগোচ্ছে যাদবপুরকাণ্ডে (Jadavpur University Student Murder) ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। পুলিশ সূত্রে দাবি, ছাত্র-মৃত্য়ুর তদন্তেও ষড়যন্ত্রের (Conspiracy) যে চাঞ্চল্য়কর তথ্য় উঠে এসেছে, তাতে গোটা বিষয়টা পড়ুয়া নয়, অপরাধীদের কাজ বলে মনে হতে বাধ্য়। পুলিশ সূত্রে দাবি, শুরুতে মনে হচ্ছিল, ষড়যন্ত্র হয়েছে কেবল পড়ুয়া-মৃত্য়ুর পরে। গোটা ঘটনা চাপা দিতে। কিন্তু, তদন্ত এগোতেই স্পষ্ট হয়ে যায়। এক দফায় নয়, ষড়যন্ত্র হয়েছিল দু'দফায় ! পড়ুয়ার মৃত্যুর আগে ও পরে।

আর সেই ষড়যন্ত্রের চিত্রনাট্যের ছিল তিনটি অঙ্ক। দখলদারি, ভয় ও র‍্যাগিং। পুলিশ (Police) সূত্রে দাবি, গত বুধবার ওই ছাত্রের মৃত্য়ুর আগে থেকেই অন্য় ষড়যন্ত্র শুরু করেছিল সিনিয়র পড়ুয়াদের একাংশ। যার উদ্দেশ্য় ছিল, মৃত পড়ুয়ার বিভাগে অন্য একটি ছাত্র সংগঠনের আধিপত্য খর্ব করা। সংশ্লিষ্ট বিভাগে অধিকার কায়েমের জন্য তারা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছিল। আর সেই ভয়ের পরিবেশ তৈরির অস্ত্রই ছিল র‍্যাগিং।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram