Nirapada Sardar: নিরাপদ সর্দারের জামিন-মামলায় হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়ে পুলিশ। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে ( Nirapada Sardar) গ্রেফতারির ঘটনায় FIR দায়েরের তারিখ নিয়ে ভুল স্বীকার করলেন ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার (Supratim Sarkar)। এটিকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করে তিনি বলেন, অভিযোগকারী ৯ ফেব্রুয়ারি সন্দেশখালি থানায় হাজির ছিলেন। ওই তথ্য আদালতে পেশ করা হবে। এর আগে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের জামিন-মামলায় হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়ে পুলিশ। অভিযোগ দায়েরের আগের দিনই কীভাবে FIR দায়ের করা হল, তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram