ISF: আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে ফের হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের

Continues below advertisement

আইএসএফ (ISF) বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে (MD Nawsad Sidiqque) ফের হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের (Police)। নৌশাদ-সহ ধৃত আইএসএফ কর্মী-সমর্থকদের ফের হেফাজতে নেওয়ার আবেদন । নৌশাদ সিদ্দিকিকে জেরা করে আরও ৩ জনকে গ্রেফতার, জানাল পুলিশ। নৌশাদের মোবাইল ফোন থেকে অনেক তথ্য মিলেছে, দাবি সরকারি আইনজীবীর। ধৃত আইএসএফ বিধায়কের ২টি মোবাইল ফোন ফরেন্সিকে পাঠানোর আবেদন। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, ব্যাঙ্কশাল কোর্টে জানাল পুলিশ। ধৃত আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ ধৃতদের জামিনের আবেদন। 'তদন্তে কোনও অগ্রগতি নেই, নৌশাদকে আটকে রাখাই মূল উদ্দেশ্য', জামিনের আবেদন করে পাল্টা সওয়াল নৌশাদ সিদ্দিকির আইনজীবীর। ধর্মতলায় খণ্ডযুদ্ধের পর একজন সেনা জওয়ানকেও গ্রেফতার করা হয়। ধর্মতলায় অশান্তির সঙ্গে ওই সেনা জওয়ানের (Soldier) কোনও সম্পর্ক নেই, দাবি আইনজীবীর। 'ছুটি নিয়ে মুর্শিদাবাদ (Murshidabad) যাওয়ার জন্য বেরিয়ে ভিড়ের মধ্যে আটকে যান সেনা জওয়ান', পরে বাড়ি থেকে গ্রেফতার করা হয়, দাবি ধৃত জওয়ানের আইনজীবীর। ব্যাঙ্কশাল কোর্টে দু'পক্ষের সওয়াল-জবাব শেষ, রায়দান স্থগিত। আদালতের (Court) বাইরে বিক্ষোভ-স্লোগান আইএসএফ কর্মী-সমর্থকদের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram