BJP Meeting Permission: ২৯ নভেম্বর ধর্মতলায় সমাবেশে 'না' পুলিশের, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি | ABP Ananda LIVE

Continues below advertisement

২৯ নভেম্বর ধর্মতলায় সমাবেশে 'না' পুলিশের, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। শর্তসাপেক্ষে ধর্মতলায় বিজেপির সভার অনুমতি দিন, রাজ্য সরকারকে বলল আদালত। রাজ্য সরকার কী সিদ্ধান্ত নিল, বা কী শর্ত আরোপ করল তা বুধবারের মধ্যে জানানোর নির্দেশ। ২৯ নভেম্বরের সভায় উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। 'আমাদের দেশ স্বাধীন, মানুষ যেখানে মন চায় সেখানে যেতে পারেন। সবার সমানাধিকার থাকা উচিত', মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। 'কোনও কারণ না দেখিয়ে দু'বার অনুমতির আবেদন খারিজ করা হয়েছে। এতেই সন্দেহের উদ্রেক হয়', মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। 'বিধিনিষেধ আরোপ করে অনুমতি দিয়ে দিন', মন্তব্য বিচারপতির। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram