Rakesh Singh : প্রদেশ কংগ্রেস অফিস ভাঙচুরকাণ্ডে এবার রাকেশের বাড়িতে পুলিশ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: প্রদেশ কংগ্রেস অফিস ভাঙচুরকাণ্ডে এবার রাকেশের বাড়িতে পুলিশ । বাড়িতে গিয়ে খোঁজ মিলল না বিজেপি নেতা রাকেশ সিংহর । শুক্রবারই বিজেপি নেতার বিরুদ্ধে FIR, আজ রাকেশ সিংহর বাড়িতে পুলিশ । অস্ত্র আইন-সহ একাধিক ধারায় এন্টালি থানায় মামলা দায়ের । অস্ত্র নিয়ে বিধানভবনে হামলার অভিযোগ কংগ্রেসের

আরও পড়ুন...

কজন বলছেন, খাম ভর্তি টাকা ছিল... আরেকজনের দাবি, না না, টাকা না... কখনও খামে ছিল বাবার শ্রাদ্ধের কার্ড... কখনও ছেলের পৈতের আমন্ত্রণ পত্র! অভিযোগ, প্রায়ই জীবনকৃষ্ণ সাহার কাছে খাম কিম্বা ব্য়াগ পাঠাতেন সাঁইথিয়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু রায়। আর সেই খাম পৌঁছে দিত, শান্তনু রায়ের একসময়ের সহযোগী, বর্তমানে, বিজেপির বীরভূম জেলা কমিটির সদস্য় গৌর হালদার। সালটা ২০১৮... সেই সময় অবশ্য় গৌর হালদারও তৃণমূলে ছিলেন। বর্তমানে সেই গৌর হালদার দাবি, সেই ব্য়াগে থাকত টাকা। যদিও জীবনকৃষ্ণ সাহার বাড়িতে টাকা ভর্তি খাম পাঠানোর দাবি পুরোপুরি নস্য়াৎ করেছেন তৃণমূল কাউন্সিলর শান্তনু রায়..তাঁর দাবি, তিনি খামে করে নানা রকমের কার্ড পাঠাতেন! এদিকে, ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সম্পত্তি... ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট ছাড়াও, ED-র স্ক্য়ানারে রয়েছে তৃণমূল বিধায়কের আত্মীয়-পরিচিতদের নামে থাকা একাধিক সম্পত্তি... যেমন, বীরভূমের সাঁইথিয়া স্টেশন রোডের ওপর, সাড়ে ৪ হাজার স্কোয়ার ফিটের এই ৪ তলা শপিং মল। যে জমিতে এই শপিং মল, সেই জমির মালিক সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার স্বামী সুব্রত সাহা।  এই মায়া সাহা-ই সম্পর্কে জীবনকৃষ্ণ সাহার পিসি এবং সুব্রত সাহা পিসেমশাই। শুধু শপিং মলই নয়, সূত্রের খবর, ED-র স্ক্য়ানারে রয়েছে এই সুবিশাল লজও। ৩৭টা ঘর বিশিষ্ট এই লজের মালিকও জীবনকৃষ্ণ সাহার পিসি, মায়া সাহার স্বামী সুব্রত সাহা...যদিও এই সম্পত্তি পুরোপুরি তাঁর নিজের টাকাতেই বলে দাবি করেছেন জীবনকৃষ্ণ সাহার পিসেমশাই। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola