Jayanta Singh: জয়ন্তকে নিয়ে আড়িয়াদহর তালতলা স্পোর্টিং ক্লাবে পুলিশ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: আড়িয়াদহর তালতলা স্পোর্টিং ক্লাবে পৌঁছল পুলিশ। এই ক্লাবের মধ্যেই তালিবানি কায়দায় অত্যাচারের অভিযোগ ওঠে। জয়ন্তর শাগরেদদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। মারধরের হাড়হিম করা ভিডিও সামনে আসার পর, গোটা ঘটনাটি পুনর্নির্মাণ করতে উদ্যোগী পুলিশ। ক্লাবের মধ্যে থাকা লোহার রড বাজেয়াপ্ত করল পুলিশ। '

আড়িয়াদহে অসামাজিক কাজ, দুষ্কৃতী দৌরাত্ম্যর অভিযোগ তুলে পথে নামল বামফ্রন্ট, কংগ্রেস ও সিপিআইএমএল। বৃহস্পতিবার মিছিল করে বেলঘরিয়া থানায় ডেপুটেশন দেন তাঁরা। তালতলা ক্লাবে অত্যাচারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। 

জলপাইগুড়িতে রাজ্য সরকারি কাজে বাধা তৃণমূলেরই নেতার! মাল পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজে বাধা। রাজ্য সরকারি প্রকল্পের কাজে বাধা তৃণমূলের মেটেলি অঞ্চল সভাপতির। মালবাজারের বর্জ্য মেটেলিতে ফেলার চেষ্টা হচ্ছে, অভিযোগ অঞ্চল সভাপতির। আন্দোলনকারীদের ভুল বোঝানো হচ্ছে, সরকারি প্রকল্প হবে, দাবি মাল পুরসভার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram