Polio virus: কলকাতায় নর্দমার জলের নমুনায় মিলল পোলিও-র জীবাণু। Bangla News

Continues below advertisement

কলকাতায় নর্দমার জলের নমুনায় মিলল পোলিও-র জীবাণু। স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, এটিকে বলে ভ্যাকসিন ডিরাইভড পোলিও ভাইরাস। যা টিকার মধ্যেই থাকে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সম্প্রতি কলকাতার মেটিয়াবুরুজ এলাকায় নর্দমার জলের নমুনায় মিলেছে পোলিও-র জীবাণু। পোলিও টিকাকরণ কর্মসূচি চালানোর পাশাপাশি, সারা বছর হাসপাতালে ভর্তি সন্দেহজনক রোগীদের পর্যবেক্ষণ ও বছরে ২ বার বিভিন্ন এলাকায় নর্দমার জলের নমুনা পরীক্ষা করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বাঞ্চলীয় শাখা সূত্রে জানা গিয়েছে, ২০১৪-য় ভারতকে পোলিও-মুক্ত দেশ হিসেবে ঘোষণার পর, সারাবছর ধরেই নজরদারি চালানো হয়। এর আগে হায়দরাবাদে নর্দমার জলের নমুনাতেও এ ধরনের ভ্যাকসিন ডিরাইভড পোলিও ভাইরাস মেলে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওয়াইল্ড পোলিও ভাইরাসে সংক্রমিত হয় মানুষ। এটা সেই জীবাণু নয়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram