Child Murder Case: শেওড়াফুলিতে নাবালিকার মৃত্যু নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ! জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনকে ঢুকতে বাধা স্থানীয়দের। Bangla News
নবমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার হয় দশমীর সকালে। রেল লাইন থেকে উদ্ধার হয় মৃতদেহ। খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করে জিআরপি থানার পুলিশ। আজ মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। রাজনীতি চাই না, দাবি শেওড়াফুলির ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্পা সরকারের। রাজনীতি নয়, আইনজীবী হিসেবে এসেছি। পাল্টা দাবি প্রিয়ঙ্কা টিবরেওয়ালের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। জাঙ্গিপাড়া এবং শেওড়াফুলি দুই নাবালিকার মৃত্যুর ক্ষেত্রেই পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ করলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। পুলিশি অসহযোগিতার অভিযোগ।