Amdanga: পঞ্চায়েত ভোটের আগে আমডাঙার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক তরজা | ABP Ananda Live

Amdanga: পঞ্চায়েত ভোটের (panchayat election) আগে তৃণমূল প্রধানের (Tmc) পদত্যাগকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার আমডাঙার (Amdanga) চণ্ডীগড় (Chandigarh) গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক দুর্নীতির (Finance scam) অভিযোগের তদন্তে জেলায় ঘুরছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। অনিয়মের দায় থেকে বাঁচতেই পদত্যাগ করেছেন তৃণমূল প্রধান অনিতা ঢালি (Anita Dhali), দাবি গেরুয়া শিবিরের। অভিযোগ অস্বীকার করে প্রধানের স্বামীর দাবি, ব্য়ক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত। প্রধানের পদত্যাগের পিছনে দলীয় চাপ রয়েছে বলে কটাক্ষ করেছে বামেরা। ঘটনায় রাজনৈতিক-যোগ অস্বীকার করেছে আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান (Rafikur Raheman)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola