Barasat: বারাসাতে অবাধে চলছে পুকুর ভরাট | ABP Ananda Live
Barasat: বারাসাতে (Barasat) অবাধে পুকুর ভরাট চলছে। শুক্রবার তৃণমূল (TMC) পরিচালিত পুরসভার কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে নাম না করে অভিযোগ তুলেছিলেন দলেরই প্রাক্তন পুরপ্রধান (Panchayat Pradhan)। তার একদিন কাটতে না কাটতেই সামনে এল পুকুর বোজানোর ঘটনা! পুরসভার কাছে কোনও খবর ছিল না বলে দাবি করেছেন পুর পারিষদ। পুরসভার (Municipalty) তরফে থানায় অভিযোগ করা হয়েছে।