Bogtui: আজ বগটুই হত্য়াকাণ্ডের বর্ষপূর্তি, নিহতদের স্মরণ নিয়ে রাজনৈতিক চাপানউতোর | ABP Ananda LIVE
Continues below advertisement
Bogtui: আজ বগটুই হত্য়াকাণ্ডের (Bogtui Murder case) বর্ষপূর্তি। তার আগে, শহিদবেদি বানানো নিয়েই, পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মুখে তৃণমূল-বিজেপি (TMC-BJP) চাপানউতোর শুরু হয়েছে বগটুইয়ে।
নিহতদের স্মরণ নিয়ে শুরু হয়ে গেছে রাজনীতি (Politics)। এক স্বজনহারার বাড়ির পাশে শহিদ বেদি তৈরি করেছে বিজেপি। বিকেলে সেখানে যাবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উল্টোদিকেই আরেকটি শহিদ বেদি বানিয়েছে তৃণমূল। সেখানে মালা দেবে তৃণমূলের জেলা নেতৃত্ব। এরইমধ্য়ে, গ্রামে আজ বিকেলে মহম্মদ সেলিমের (MD Selim) নেতৃত্বে মৌন মিছিলের ডাক দিয়েছে সিপিএম (CPM)।
Continues below advertisement