Ram Nabami : বাংলায় রামনবমী ঘিরে রাজনীতি, বাগযুদ্ধে বিজেপি ও তৃণমূল
Continues below advertisement
রামনবমীর দিন রাজ্যজুড়ে পথে নামল বিজেপি। সাতসকালে সজল ঘোষ, তারপর দিলীপ ঘোষ, বিকেলে শুভেন্দু অধিকারী। বঙ্গ বিজেপির হেভিওয়েট নেতাদের আনাগোনায় দিনভর মুখর রইল হাওড়ার রামরাজাতলা মন্দির। বাংলায় রামনবমী উদযাপন ঘিরে এবারও চড়ল রাজনীতির পারদ। বাগযুদ্ধে জড়াল বিজেপি ও তৃণমূল। দিদির দূত কর্মসূচিতে তৃণমূল বিধায়কের সামনে জয় শ্রীরাম স্লোগান ঘিরে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামের সোনাচূড়ায়।
Continues below advertisement