Kolkata Pollution:ইতি-উতি জারি জঞ্জাল পোড়ানো, চিন্তা বাড়াচ্ছে কলকাতার দূষণ।ABP Ananda LIVE

Continues below advertisement

দিল্লিতে মাত্রাছাড়া দূষণ, উত্তর-পশ্চিম ভারতে ফসলের গোড়া পোড়ানো নিয়ে বিস্তর বিতর্ক। পিছিয়ে নেই কলকাতাও। দীপাবলি উপলক্ষ্যে কল্লোলিনী তিলোত্তমার বাতাসে দূষণের মাত্রা ছিল উদ্বেগজনক। তবে শীতের মরশুমেও তার থেকে নিস্তার নেই। কলকাতায় ইতি-উতি চলছে জঞ্জাল পোড়ানো। বেশ কিছু জায়গায় রাস্তা ঝাঁট দিয়ে, আবর্জনা জড়ো করে, ফুটপাতের ধারে পুড়িয়ে দিচ্ছেন পুরসভারই সাফাই কর্মীরা। এই ছবি দেখা গেল শহরের প্রাণকেন্দ্র রাজভবনের সামনেও। যদিও কলকাতা পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের মেয়র পারিষদ দেবব্রত মজুমদারের বক্তব্য, দূষণ রুখতে পুর কর্তৃপক্ষ যথেষ্টই কড়া। এক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram