Weather Update:নিম্নচাপ শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা। ABP Ananda Live
Continues below advertisement
নিম্নচাপ শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা। কাল সকালেই পরিণত হতে পারে ঘূর্ণিঝড় 'মিধিলি'। ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে মলদ্বীপ। শনিবার সকালে বাংলাদেশের উপকূল অতিক্রম করার কথা ঘূর্ণিঝড়ের। নিম্নচাপের প্রভাবে কলকাতা ও উপকূলবর্তী জেলায় বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর ও হাওড়ায়। কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি দুই ২৪ পরগনায়।
Continues below advertisement
Tags :
Bangla News Cyclone Update ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel Midhili Update